রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার নবগঙ্গা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করায় চারটি ড্রেজার মেশিন পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর কবীর।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর কবির জানান, ওই এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে কিছু প্রভাবশালী বালু উত্তোলন করে আসছিল। গতকাল দুপুরে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। তবে খবর পেয়ে ঘটনার সঙ্গে জড়িতরা আগেই পালিয়ে যায়। পরে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত চারটি ড্রেজার মেশিন ও কিছু পাইপ পুড়িয়ে ফেলা হয়।