লক্ষ্মীপুরে যুবলীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার

লক্ষ্মীপুর থেকে  বেলাল হোসেন জুয়েল: লক্ষ্মীপুরে  রুবেল (২৯) নামে যুবলীগের এক নেতার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পুলিশ সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বরপাড়া এলাকা থেকে ওই লাশটি উদ্ধার করে। নিহত রুবেল ওই এলাকার হাওলাদার বাড়ির মৃত আবুল খায়েরের ছেলে এবং দত্তপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।