হরতালের সময়সীমা বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টা পর্যন্ত বাড়ানো হয়েছে। মঙ্গলবার দুপুরে ২০ দলীয় জোটের পক্ষে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে হরতালের সময়সীমা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়।
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা হরতালের সময়সীমা বাড়ানোর কারণে আগামীকাল বুধবারের এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়েছে। এ পরীক্ষা আগামী শনিবার সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত অনুষ্ঠিত হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ মঙ্গলবার বিকেলে তাঁর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এর আগে রোববার ২০-দলীয় জোটের ডাকা হরতালের কারণে গতকাল সোমবারের এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়েছিল। এই পরীক্ষা আগামী শুক্রবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সময়ে অনুষ্ঠিত হবে। ২ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, তবে হরতালের কারণে পরীক্ষা পেছানো হয়।