নেত্রকোনা থেকে মীর মনিরুজ্জামান: এসএসসি পরীক্ষা হরতাল ও অবরোধের আওতামুক্ত রাখার দাবিতে নেত্রকোনায় বুধবার (৪ ফেব্রুয়ারি) শহরে মানববন্ধন ও মৌন মিছিল করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার্থীরা।
শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ব্রতী সরকার, কৌশিক আহমেদ, সাদিয়া রহমান বৃষ্টি, হিমু সাহা, মরিয়ম আক্তার ঐশ্বী প্রমুখ। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা শহরে মৌন মিছিল করে। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।