মৌলভীবাজার থেকে আজিজুল ইসলাম: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দুর্বৃত্তরা জসিম মিয়াকে (১৬) কুপিয়ে হত্যা করেছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে কালারবিল এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহত জসিম ইসলামপুর ইউনিয়নের কানাইদাসী গ্রামের ইয়াসিন মিয়ার ছেলে।
জসিম মিয়া স্থানীয় বাজারে নিজের চায়ের দোকান বন্ধ করে রাত সাড়ে ৯ টায় বাড়ি ফেরার পথে কালারাবিল এলাকায় পৌঁছলে পেছন থেকে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে সে মারা যায় বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় লোকজন রাস্তার ধারে জসিম মিয়াকে পড়ে থাকতে দেখে কমলগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
কর্তব্যরত ডাক্তার আজিজুল হক জানান, রাতে স্থানীয় লোকজন জসিম মিয়াকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। কিন্তু হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ এনামুল হক জানান, নিহত জসিম মিয়ার মাথার পেছনে ধারালো অস্ত্রের দু’টি আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।