কিশোরগঞ্জের অষ্টগ্রামে ছাত্রীকে উত্যক্ত করায় স্কুলছাত্রের কারাদণ্ড

কিশোরগঞ্জ থেকে মোস্তফা কামাল: কিশোরগঞ্জের অষ্টগ্রামে ছাত্রীকে উত্যক্ত করার অপরাধে নবম শ্রেণির এক ছাত্রকে ভ্রাম্যমান আদালত এক মাসের কারাদণ্ড দিয়েছেন। অষ্টগ্রাম পাইলট হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র কলাপাড়ার বিল্লাল মিয়ার ছেলে জুনাইদ মঙ্গলবার বিকালে তারই ক্লাসের ছাত্রীকে উত্যক্ত করার সময় অষ্টগ্রাম থানার ওসি কামরুর ইসলাম মোল্লা তাকে আটক করেন। এরপর সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোহসীন উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত জুনাইদকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন।