ধনবাড়ী থেকে আব্দুল্লাহ্ আবু এহসান: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে টাঙ্গাইলের ধনবাড়ীতে দুটি বেকারিসহ চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩ ফেব্রুয়ারি) ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শরিফুল ইসলাম ধনবাড়ীর চালাষ চৌরাস্তার হাসান বেকারির মালিক রুহুল আমিনকে ১০ হাজার টাকা, নিজবর্নির জনতা বেকারির মালিক আশরাফ আলীকে ১০ হাজার টাকা, বাসস্ট্যান্ডের সূর্যকান্ত মিষ্টান্ন ভান্ডারের মালিক সুকুমার হোড়কে তিন হাজার টাকা এবং নিরিবিলি হোটেল অ্যাণ্ড রেস্তোরাঁকে এক হাজার টাকা জরিমানা করেন।
জরিমানার টাকা পরিশোধ না করলে প্রথম দুজনকে ১৫ দিনের এবং সুকুমার হোড়কে তিন দিনের কারাদণ্ডের নির্দেশ দেন আদালত। তবে দণ্ডপ্রাপ্তরা জরিমানার টাকা পরিশোধ করেছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।