দিনাজপুর থেকে রতন সিং: নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহে যৌথ বাহিনী বিএনপি এবং জামায়াত-শিবিরের ১৪ নেতাকর্মীসহ ৩৪ জনকে গ্রেফতার করে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত যৌথ বাহিনীর সদস্যদের অভিযানে ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ৮ জন বিএনপি এবং ৬ জন জামায়াত-শিবির নেতাকর্মী রয়েছে। অন্যান্য ২০ জনের বিরুদ্ধে আদালত থেকে পাঠানো গ্রেফতারী পরোয়ানা বলে গ্রেফতার করা হয়।