দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত

দিনাজপুর থেকে রতন সিং: দিনাজপুরের বিরামপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত হয়েছেন।

দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর কলেজ মোড়ে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় দুজন সাইকেল আরোহী নিহত হয়। নিহত দুজন বিরামপুর উপজেলার ভেলুপাড়া গ্রামের তসির উদ্দীনের পুত্র নিলু মিয়া (৪৮) ও ভাতিজা অফিল উদ্দীনের পুত্র আনোয়ার হোসেনকে (৩৫) বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায়।

বুধবার সকাল ১০টায় চাচা-ভাতিজা সাইকেলযোগে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন।

এব্যাপারে বিরামপুর থানায় ইউডি মামলা দায়ের করা হয়।