নাশকতার আগুনে পুড়ে ছাই ছোটদের স্কুল

কাউখালী থেকে রবিউল হাসান রবিন: পিরোজপুরের কাউখালীতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি প্রাইমারি স্কুল পুড়ে গেছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের দক্ষিণ-পূর্ব জোলাগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন লাগানো হয়। আগুনে সেমি-পাকা স্কুলভবনের ছাউনি, লাইব্রেরি কক্ষ, শ্রেণি কক্ষের বেঞ্চ ও অন্যন্য আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। হরতাল ও অবরোধে নাশকতার আতংক ছড়াতে দুর্বৃত্তরা ওই স্কুলে আগুন দিয়েছে বলে দাবি করেছে উপজেলা প্রশাসন।

kowkhali-4-2
নাশকতার শিকার স্কুলের পুড়ে যাওয়া শ্রেণিকক্ষ।

থানা ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, স্কুলের আশপাশে মানুষের বসতি না থাকায় আগুন লাগার বিষয়টি কেউ টের পায়নি। বুধবার সকালে স্কুলের তৃতীয় শ্রেণির এক ছাত্র আগুনের বিষয়টি শিক্ষকদের জানায়। পরে শিক্ষক ও গ্রামবাসী প্রশাসনকে খবর দেয়।

খবর পেয়ে কাউখালী উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মো. আবদুল কাদের বেগ, পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. ফজলুর রহমান ও উপজেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম স্কুলটি দেখতে আসেন।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান, স্কুলের আশপাশে মানুষের বসতি না থাকায় দুর্বৃত্তরা নির্বিঘ্নে আগুন লাগিয়েছে। বিদ্যালয়টিতে কোনো বৈদ্যুতিক সংযোগ কিংবা অন্য কোন আগুনের উৎস না থাকায় তারা নিশ্চিত হন এটি নাশকতা। এ বিষয়ে পুলিশি তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি।

কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, স্কুল ভবনটি যেভাবে পুড়ে গেছে তাতে কাল থেকে সেখানে পাঠদান সম্ভব হবে না। আগুনে আনুমানিক পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. কাদের বেগ জানান, অপরাধীদের গ্রেফতারে কাজ শুরু হয়েছে।

পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুব্রত রায় স্কুল ভবনে দুর্বৃত্তদের আগুন লাগানোর তীব্র নিন্দা জানিয়ে নাশকতাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।