শেরপুর থেকে এম. সুরুজ্জামান: অবরোধ-হরতালের নামে দেশব্যাপী বিএনপি-জামায়াত চক্রের জ্বালাও-পোড়াও, নৈরাজ্য ও মানুষ হত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন ও সমাবেশ করেছে মুক্তিযোদ্ধারা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের উদ্যোগে শহরের চকবাজার শহীদ মিনার চত্বরে ওই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার জিন্নত আলীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন শেরপুর প্রেস ক্লাবের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার। মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন এ্যাডভোকেট প্রদীপ দে কৃষ্ণ, মকছেদুর রহমান হিমু, মোয়াজ্জেম হোসেন সুরুজ, তালাফতুফ হোসেন মঞ্জু প্রমুখ।