ভোলা থেকে আবু সাবিত: অবশেষে ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে ডুবে যাওয়া মাছ ধরা ট্রলারের ছয় জেলের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সর্বশেষ তিন জেলে শরীফ হোসেন ( ৪০), সিরাজ (২০) ও রাজিব (২২) এর লাশ উদ্ধার করা হয়। এরআগে সোমবারে জেলে হৃদয়, মঙ্গলবারে আলাউদ্দিন ও হাসান এর লাশ উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছিল।
স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীর সোনার চর এলাকায় ঝড়ের কবলে পড়ে শাজাহান মাঝির মাছ ধরার একটি ট্রলার ডুবে যায়। ওই ট্রলারে ছিল শরীফ মাঝি, হাসান, রাজিব, সিরাজ, আলাউদ্দিন ও হৃদয়। পরদিন শুক্রবার দুপুরে স্থানীয় জেলেরা মেঘনার সোনার চর এলাকা থেকে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে। ট্রলার ডুবে যাওয়ার ৪দিন পর সোমবার হৃদয় (১৫) নামে এক জেলের লাশ উদ্ধার করা হয়। পরদিন মঙ্গলবার সকালে মেঘনার সোনার চর ও ভাসান ভাঙ্গার চর এলাকা থেকে পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা আলাউদ্দিন ও হাসানের লাশ উদ্ধার করে। সর্বশেষ বুধবার দুপুরে অবশিষ্ট তিন জেলের লাশ উদ্ধার করা হয়।
তজুমদ্দিন থানার ওসি হুমায়ুন কবির জানান, নিহত ছয় জেলের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, লাশ দাফনের জন্য নিহত প্রত্যেক জেলের পরিবারকে তাৎক্ষণিক ৫ হাজার টাকা দেয়া হয়েছে। পরবর্তীতে প্রত্যেককে আরও ৫০ হাজার করে টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।