কিশোরগঞ্জ থেকে মোস্তফা কামাল : কিশোরগঞ্জের বাজিতপুরে সিএনজির সিরিয়াল নিয়ে ঘন্টাব্যাপী সংঘর্ষে একজন নিহত ও পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ৩০জন আহত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বাজিতপুর উপজেলা সদরের বাশঁ মহালের সিএনজি স্ট্যান্ডে সিরিয়াল করা নিয়ে পৈলানপুর ও কৈলাগ গ্রামবাসীর মধ্যে ঘন্টাব্যাপী সংঘর্ষে কৈলাগ গ্রামের ফেনু মিয়া (৫৫) নামে এক ব্যক্তি দেশীয় অস্ত্রের আঘাতে মারা গেছেন। সংঘর্ষ নিয়ন্ত্রণে বাজিতপুর থানার পুলিশের সঙ্গে কটিয়াদী থানার পুলিশও যোগ দেয়। এরপরও পরিস্থিতি সামাল দিতে না পারায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজিতপুর সদরের সঙ্গে পৈলানপুর ও কৈলাগ সংযোগ সড়কে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ জেড এম সারজিল হাসান এ প্রতিনিধিকে জানিয়েছেন।
বাজিতপুরের ওসি সুব্রত কুমার সাহা জানান, সংঘর্ষ থামাতে গিয়ে বাজিতপুর থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমানসহ ৫ পুলিশ সদস্য এবং সিএনজি চালকদের মধ্যে অন্তত ২৫ জন আহত হয়েছে। আহতদের বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।