বিশেষ পাহারায় রাজশাহী-ঢাকা দূরপাল্লার যান চলাচল

রাজশাহী থেকে কাজী শাহেদ: বিএনপির নেতৃত্বে ২০ দলের টানা অবরোধ-হরতালে নাশকতার আশঙ্কায় আইন-শৃঙ্খলা বাহিনীর বুধবার বিশেষ পাহারায় রাজশাহী থেকে ঢাকার দিকে দূরপাল্লার বাস ও ট্রাক ছেড়েছে। বিকেলে বাস ও ট্রাকের বহর ছেড়ে গেলেও বাসগুলোতে যাত্রী ছিল কম।

অবরোধ-হরতালে রাজশাহী-ঢাকা যানবাহন চলাচল নির্বিঘœ করার বিষয়ে পরিবহন মালিকদের সঙ্গে মন্ত্রীদের বৈঠকের পর বিশেষ পাহারার সিদ্ধান্ত নেয় পুলিশ প্রশাসন এবং বাস মালিকরা।

নগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, প্রশাসনের পাহারায় যানাহন চলাচল করছে। সরকারের ক্ষতিপূরণ এবং আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা দেওয়ার আশ্বাসে পরিবহন মালিকরা বাস-ট্রাক চালাতে রাজি হন বলে জানান তিনি।

এখন থেকে প্রতিদিন দু’দফায় যানবাহন ছেড়ে যাবে। সামনে-পেছনে পুলিশ এবং র‌্যাব ও বিজিবির টহল থাকবে। অবরোধের সময় এভাবেই যানবাহন চলবে বলে জানিয়েছেন রাজশাহীর সহকারী পুলিশ কমিশনার।