রংপুর থেকে জয়নাল আবেদীন: রংপুর-বগুড়া মহাসড়কের পীরগঞ্জের জগন্নাথপুরে বগুড়াগামী যাত্রিবাহী বাসে দূবৃত্তদের ককটেল হামলায় চারজন আহত হয়েছে। আহতদের পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, রাত ৮টার দিকে রংপুর থেকে ছেড়ে আসা এনা পরিবহন নামে একটি বাসকে লক্ষ্য করে দূবৃত্তরা ককটেল নিক্ষেপ করে ।এতে দিনাজপুর জেলার চিরির বন্দর উপজেলার আবিয়া, নীলফামারীর ইসমিতা, পাবনার বেবি বেগম এবং সিরাজগঞ্জ জেলার শহিদুল ইসলাম আঘাত প্রাপ্ত হয় ।
পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জিয়া জানিয়েছেন তাদের অবস্থা শংকামুক্ত ।