রংপুর নগরীতে শান্তির জন্য গণমিছিল

রংপুর থেকে জয়নাল আবেদীন: ২০ দলের ডাকা লাগাতার অবরোধ হরতালে দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রংপুরে মুক্তিযোদ্ধা, শ্রমিক- কৃষকসহ বিভিন্ন পেশাজীবীসহ শতশত মানুষ নগরীতে হরতাল বিরোধী শান্তির জন্য গণমিছিল করেছে।

দুপুর সাড়ে ১২টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্তর থেকে জেলা কমান্ডার মোছাদ্দেক হোসেন বাবলুর নেতৃত্বে মিছিলটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাচারি বাজারে সমাবেশ করে ।

rangpur gono misill
রংপুরে শান্তির জন্যে গণমিছিল

সমাবেশে বক্তারা অন্দোলনের নামে ২০ দলের দেশব্যাপী মানুষ হত্যার প্রতিবাদ জানিয়ে বলেন, সরকার কঠোর না হলে বিএনপি-জামায়াত দেশকে জঙ্গি রাষ্ট বানিয়ে ফেলবে।

সমাবেশে বক্তব্য দেন আব্দুস সালাম সরকার, দেলোয়ার হোসেন তালুকদার, শ্রমিক নেতা ইনছান আলী, নজরুল ইসলাম হক্কানি, মোয়াজ্জেম হোসেন লাবলু, রেজাউল ইসলাম মিলনসহ প্বিরমুখ।