রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহীতে ট্রাকে পেট্রোলবোমা মারার ঘটনায় নগরীর রাজপাড়া ও শাহ মখদুম থানায় বিএনপি-জামায়াতের ২৫০ নেতা-কর্মীর নামে মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেছে। আলাদা মামলায় চার নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
নগর পুলিশের মুখপাত্র সহকারি কমিশনার ইফতে খায়ের আলম মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে মামলা দায়ের ও গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার রাতে নগরীর শাহ মখদুম থানার ছোঠবনগ্রাম এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ করে বিএনপি-জামায়াত নেতা-কর্মীরা। এতে চালক ফারুক হোসেন দগ্ধ হন। এ ঘটনায় রাজপাড়া থানার উপপরিদর্শক মোমেন সরকার বাদী হয়ে ২০-দলের ৩৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় বিএনপি-জামায়াতের চার নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
অপরদিকে একই রাতে রাজপাড়া থানার মোল্লাপাড়া বাইপাস সড়কের ঠাকুরমারা এলাকায় বালিবাহী একটি ট্রাকে আগুন দেওয়া হয়। এতেও চালক সাইদুর ও হেলপার শহীদুল দগ্ধ হন। এ ঘটনায় রাজপাড়া থানা পুলিশ বাদী হয়ে বিএনপি জামায়াতের ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে।