নোয়াখালী থেকে মামুন চৌধুরী: দেশব্যাপী চলমান রাজনতৈকি সহিংসতায় লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর শিক্ষাজীবন বিপন্ন হওয়ায় এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্ন ঘটায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষক সমিতির উদ্যোগে বুধবার (৪ ফেব্রুয়ারি) ক্যাম্পাসে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের সদস্যদের পাশাপাশি সাধারণ শিক্ষকগণও অংশ নেন ।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীসহ সারাদেশের সকল মানুষের নিরাপত্তা বিধানের জন্য জনপ্রশাসন ও পুলিশ প্রশাসনসহ সরকাররে অন্যান্য বিভাগের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।