শেরপুর থেকে রেজাউল করিম বকুল: শেরপুরের সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের কুমরি কাটাজান গ্রাম থেকে ১০ কেজি গাঁজাসহ বাবর আলী (৪৫) নামে একজনকে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে ডিবি সূত্র জানান।
ডিবি পুলিশের এসআই নজরুল ইসলাম জানান, ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে বাবর আলীর ঘরে তল্লাশী চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়েছে।
ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবর আলী গাঁজা ব্যবসা করার কথা স্বীকার করেছে। সে দীর্ঘদিন ধরে বাড়িতে গাঁজা এনে ব্যবসা করছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।