দিনাজপুর থেকে রতন সিং: ৩০ ঘন্টা পর দিনাজপুরে বিএসএফ’র গুলিতে নিহত কৃষক নজরুল ইসলামের লাশ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বিজিবি’র নিকট হস্তান্তর করা হয়েছে।
ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদুর রশিদ জানান, মঙ্গলবার বিকেল সোয়া ৪টায় দিনাজপুরের বিরামপুর উপজেলার অচিন্তপুর সীমান্তবর্তী গ্রামে ৯৬ বিএসএফ’র চকবাসন্তিপুর ক্যাম্পের কমান্ডার করলিতিল এবং বালুরঘাট থানার ওসি উৎপল দত্ত ও বিজিবি’র কোম্পানী কমান্ডার সুবেদার নজরুল ইসলামের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের পর নিহত কৃষক নজরুল ইসলামের লাশ গ্রহণ করেন বিজিবি’র কর্মকর্তা ও বিরামপুর থানার এসআই মমতাজ উদ্দিন। বিএসএফ সোমবার সকাল ১০টায় গুলি করে বাংলাদেশী কৃষক নজরুলকে হত্যা করে।