ঈশ্বরদী (পাবনা) থেকে স্বপন কুমার কুন্ডু: পেট্রোলবোমা ছুড়ে ঈশ্বরদীতে একটি ব্যাটারিচালিত অটোরিকশা পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শহরের কলেজ রোডে বুধবার রাত আটটার কয়েকজন তরুণ রিকশাটিতে পেট্রোলবোমা ছুড়ে পালিয়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। আগুনে রিকশাটি পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে রিকশাচালক বাচ্চু আহত হয়। পুলিশ পরে ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার পরপরই ছাত্রলীগকর্মীরা শহরে হরতালবিরোধী মিছিল বের করে।