মৌলভীবাজার থেকে আজিজুল ইসলাম: মৌলভীবাজারের রাজনগর উপজেলার কাউয়াদীঘি হাওরে বৃহস্পতিবার অভিযান চালিয়ে সেচ মেশিন জব্দ করা হয়েছে। তবে ঘটনার সাথে জড়িত কাউকে কোন জেল জরিমানা করা হয়নি।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, মৎস্য আহরণ আইন অমান্য করে হাওয়া-গুলাইয়া জলমহালে সেচ মেশিন দিয়ে বিল শুকিয়ে মাছ আহরণের খবর পেয়ে রাজনগর উজেলা নির্বাহী অফিসার মো. মুজিবুর রহমান, সহকারী কমিশনার মিন্টু চৌধুরী, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. শহিদুর রহমান সিদ্দিকী হাওরে ওই জলমহালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সেচ মেশিন জব্দ করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শহিদুর রহমান সিদ্দিকী জানান, বিল সেচ দেয়ার সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেশিন জব্দ করা হয়েছে। তাছাড়া বিলের ইজারাদারকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।