খুলনা থেকে সোহরাব হোসেন: রূপসায় গাড়ি পোড়ানোর অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় বিএনপি, জামায়াত, ছাত্রদল, যুবদল ও ছাত্রশিবিরের ২১ জনের নাম উল্লেখ ও ২৫/৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
আগুনে ক্ষতিগ্রস্ত গাড়ির মালিক মো. জসিম উদ্দিনের ভাই মো. জিয়াউর রহমান বাদী হয়ে বুধবার বিকেলে রূপসা থানায় এ মামলা করেন। মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমির এজাজ খান, প্রচার সম্পাদক মনিরুল হাসান বাপ্পী, ইউপি চেযারম্যান খান জুলফিকার আলী জুলু, থানা বিএনপির সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মোল্লা খায়রুল ইসলাম, জামায়াত নেতা ডাঃ রেজাউল করিম।
এজাহারে বাদী অভিযোগ করেন, ৩ ফেব্রুয়ারি রাতে নিকলাপুর তিন বটতলার মোড়ে তার ভাইয়ের বাসটি উল্লিখিত আসামিরা লাঠি দিয়ে পিটিয়ে, ইটপাটকেল মেরে ভাংচুর ও পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে গাড়িটির এক লাখ টাকা ক্ষতি হয়।
এর আগে রূপসা উপজেলার তালিমপুরে অপর একটি গাড়ি পোড়ানোর মামলায় বিএনপি নেতা শফিকুল আলম মনাসহ ২৩ জনের নাম উল্লেখ ও ৩০/৪০ জন অজ্ঞাতনামাকে আসামি করে আরও একটি মামলা হয়েছিল।