গফরগাঁওয়ে আওয়ামী লীগের মানববন্ধন

গফরগাঁও (ময়মনসিংহ) থেকে আতাউর রহমান মিন্টু:  বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতার-অবরোধ, পেট্রোল বোমায় মানুষ হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা আওয়ামী লীগ বৃহস্পতিবার সকালে মানববন্ধন কর্মসূচি পালন করে।

gafargaon pic-1.05.02.2015
হরতার-অবরোধ, মানুষ হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে গফরগাঁওয়ে উপজেলা আওয়ামী লীগের মানববন্ধন

পৌর শহরের ষ্টেশন রোড এলাকায় অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, ব্যবসায়ী, শিক্ষক, মুক্তিযোদ্ধা, এসএসসি পরিক্ষার্থীসহ বিপুল সংখ্যক জনতা অংশ নেয়। এক ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, মহিলা ভাইস চোরম্যান রেশমা আক্তার, আওয়ামী লীগ নেতা মফিজুল হক মতি, আমীর হোসেন, দুলাল উদ্দিন আকন্দ, আবাদুল হালিম মানিক, মতিউর রহমান বাবুল, উপজেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান, ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান সানিল, সাধারণ সম্পাদক শরীফ মন্ডল প্রমুখ।