মৌলভীবাজার থেকে আজিজুল ইসলাম: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিজিবি সদস্যরা ৪ ফেব্রুয়ারি বুধবার রাত সাড়ে ১১টার বিশেষ অভিযান চালিয়ে জামকান্দি গ্রাম থেকে একটি পাইপগান উদ্ধার করেছে।
বিজিবির সিপাহী মোহাম্মদ সালাউদ্দিন জানান, জামকান্দি গ্রামের হাসিম মিয়ার বাড়ির পাশে একটি বাঁশ বাগানের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়। ভারতীয় বিড়ি চোরাচালানীর সাথে জড়িত কোনো ব্যক্তির এ পাইপগান ছিল বলে তাদের ধারণা। বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
ফুলতলা ক্যাম্পের কোম্পানি কামান্ডার শাহ আলম জানান, জুড়ী থানায় সাধারণ ডায়রি করে অস্ত্রটি হস্তান্তর করা হয়। জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. হামিদুর রহমান সিদ্দিকী বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।