নাশকতার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

রাজশাহী থেকে কাজী শাহেদ: ‘পুড়ছে মানুষ, কাঁদছে দেশ রুখে দাঁড়াও বাংলাদেশ’ এই শ্লোগানে দেশব্যাপী টানা অবরোধ ও হরতালের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে নগর যুবলীগের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, রাজশাহী নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, নগর যুবলীগের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাচ্চু প্রমুখ।