‘নিখোঁজ’ রাহাত আর মুজাহিদ ‘বন্দুকযুদ্ধে’ নিহত, লক্ষ্মীপুর-রায়পুরে স্বজনদের আহাজারি

রায়পুর (লক্ষ্মীপুর) থেকে মো. মাহবুবুল আলম মিন্টু:  ঢাকার যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় মঙ্গলবার গভীর রাতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত অজ্ঞাত দুই যুবকের পরিচয় পাওয়া গেছে। তাদের নাম সাখাওয়াত হোসেন রাহাত (২০) ও  মুজাহিদুল ইসলাম (৩০)। রাহাতের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায়। মুজাহিদ সদর উপজেলার বাসিন্দা।

‘বন্দুকযুদ্ধে’ নিহত হবার আগে থেকে নিখোঁজ ছিলেন তারা। দু সপ্তাহ আগে রাহাতকে ঢাকার ফার্মগেট থেকে একদল অজ্ঞাত লোক তুলে নিয়ে যাওয়ার পর তার আর খোঁজ মেলেনি। মুজাহিদও এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন। এ নিয়ে উভয় পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় মামলা ও সাধারণ ডায়েরি করা হয়েছিল। রাহাতের মামলাটি গোয়েন্দা বিভাগ তদন্ত করছিল। মঙ্গলবার গভীর রাতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তারা নিহত হন। প্রাথমিকভাবে তাদের পরিচয় ‘অজ্ঞাত’ বলে প্রচার করা হয়।

বুধবার স্বজনরা তাদের মৃত্যুর খবর পায়। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে সাখাওয়াতের লাশ গ্রহণ করেন তার খালাত ভাই রিপন ভূঁইয়া ও মুজাহিদের লাশ গ্রহণ করেন তার ছোট ভাই জাহিদুল ইসলাম। তাদের মৃত্যুতে শোকার্ত পরিবার ও স্বজনদের মধ্যে এখন আহাজারি চলছে।

Raipur (Lakshmipur) News 05-02-2015 Pic
কথিত বন্দুকযুদ্ধে নিহত রাহাত

রাহাত রায়পুর উপজেলার লুধুয়া গ্রামের আটিয়া ভূঁইয়া বাড়ির আলমগীর হোসেনের ছেলে। পরিবারের সদস্যরা জানান, তিনি এলাকায় ছাত্রলীগের রাজনীতির জড়িত ছিলেন। গত তিন বছর ধরে ফার্মগেটের উত্তরণ টায়ার নামের একটি দোকানে কাজ করতেন তিনি। জিহাদ লক্ষ্মীপুর সদর উপজেলার হামছাদী ইউনিয়নের মির্জাপুর গ্রামের ভূঁইয়া বাড়ির অবসরপ্রাপ্ত সরকারি চাকুরে আবুল খায়েরের ছেলে। জিহাদ নিহত বিএনপি নেতা ও শিক্ষানবীশ আইনজীবী মো. দিদারের ছোট ভাই। তিনি ছাত্রদলের সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।

রাহাতের মামা রায়পুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ ইকবাল জানান, তিন বছর ধরে রাহাত ঢাকার ফার্মগেটের উত্তরণ টায়ারে কর্মরত ছিলেন। গত ২১ জানুয়ারি বিকেলে মুখোশ পরা ১০-১২ জন লোক তাকে দোকানের সামনে থেকে তুলে নিয়ে যায়। তারপর থেকে তার কোনো খোঁজ মেলেনি। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের ম্যানেজার শাহ আলম বাদী হয়ে তেজগাঁও থানায় জিডি করেন। পরে ২৭ জানুয়ারি রাহাতের মা সৈয়দ সুফিয়া আক্তার বাদী হয়ে একই থানায় অপহরণ মামলা করেন। গত বৃহস্পতিবার পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কাছে মামলার তদন্তের দায়িত্ব হস্তান্তর করা হয়। ১৩ দিন নিখোঁজ থাকার পর মঙ্গলবার রাতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রাহাত মারা গেছে বলে খবর দেয়া হয়।

মুজাহিদের ভাই জাহিদুল ইসলাম জানান, কয়েক বছর ধরে মুজাহিদ ঢাকার কারওয়ান বাজারে কাঁচামালের ব্যবসা করতেন। এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন তিনি। এ নিয়ে ২৬ জানুয়ারি কাফরুল থানায় জিডি করেন তারা। দুই বছর আগে মুজাহিদ সিঙ্গাপুরও গিয়েছিলেন। দুই মাস কাজ করে দেশে ফিরে আসেন তিনি। তার মৃত্যুর খবর পেয়ে তার ভাই লাশ নিতে ঢাকায় আসেন।

র‍্যাবের পক্ষ পক্ষ থেকে দাবি করা হয়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গভীর রাতে র‌্যাব-১০ এর একটি টহলদলকে লক্ষ্য করে পেট্রোলবোমা ও গুলি ছোড়া হয়। এ সময় র‌্যাবের সদস্যরা পাল্টা গুলি চালালে দুই যুবক আহত হন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে র‌্যাব। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও নিহতদের কাছ থেকে কিছু ককটেল উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছেন র‌্যাব কর্মকর্তারা।