নেত্রকোনার খালিয়াজুরীতে মাত্র ৫০ টাকার জন্য কিশোরের আত্মহত্যা

খালিয়াজুরী থেকে মো. মহসিন মিয়া: মাত্র ৫০ টাকা না পাওয়ায় বাবার প্রতি অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে এক কিশোর।

জানাগেছে, নেত্রকোনা জেলার খালিয়াজুরির আদমপুর গোয়ালবাড়ি গ্রামের দেবল সরকারের ছেলে জয়প্রসাদ বাবার কাছে ৫০ টাকা খরচের জন্য চায়। টাকা না পেয়ে  ১৪ বছর বয়সী কিশোর জয়প্রসাদ বুধবার রাতে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।

খালিয়াজুরী থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ওই শিশুটি গভীর রাতে সবার অজান্তে ঘর থেকে বেরিয়ে বাড়ির পার্শ্ববর্তী কেওরাইল হাওরে গিয়ে গলায় ফাঁস দিয়ে গাছে ঝুলে আত্মহত্যা করে। বৃহস্পতিবার পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়ে দিয়েছে। এব্যাপরে খালিয়াজুরী থানায় একটি অপমৃ্ত্যু মামলা দায়ের করা হয়েছে।