নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি ২২-২৬ ফেব্রুয়ারি

নোয়াখালী থেকে জামাল হোসেন বিষাদ: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির বিষয় নির্বাচন ও ভর্তি কার্যক্রম চলবে ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি। বুধবার বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে ভর্তিসংক্রান্ত তথ্য জানানো হয়েছে।

২২ ও ২৩ ফেব্রুয়ারি  গ্রুপ-এ,  ২৪ ও ২৫ ফেব্রুয়ারি গ্রুপ-বি এবং ২৬ গ্রুপ-ডি এর ভর্তি চলবে। নির্ধারিত দিনে সকাল নয়টায় মেধা তালিকা ও মুক্তিযোদ্ধা কোটাভুক্ত সবাইকে উপস্থিত থাকতে হবে। এছাড়া উপজাতি কোটার মেধা তালিকার প্রথম ১০ জনকেও উপস্থিত থাকতে বলা হয়েছে।

গ্রুপ-সি এর ভর্তি কার্যক্রম চলবে ২৬ ফেব্রুয়ারি। সি গ্রুপের প্রথম ১০০ জন এবং উপজাতি কোটার মেধা তালিকার প্রথম দুজনকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

ভর্তির অনুমতি পাওয়া ছাত্রছাত্রীদের ২২ থেকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই ভর্তি হতে হবে।

মেধাক্রম অনুযায়ী এ গ্রুপে ৩০০ জন, বি  গ্রুপে ৩৬০ জন, সি গ্রুপে ৬০ জন এবং ডি গ্রুপে ১৪০ জন ছাত্রছাত্রী ভর্তির সুযোগ পাবে। আসন খালি থাকলে পরবর্তীতে মেধা তালিকার ক্রমানুসারে শিক্ষার্থী ভর্তি করা হবে।

মুক্তিযোদ্ধা কোটায় ছাত্রছাত্রীদের অগ্রাধিকার ভিত্তিতে ভর্তি করা হবে। এ কোটার অন্তর্ভুক্ত ও উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে ভর্তির নির্ধারিত দিনে উপস্থিত হতে হবে।

ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র ও ভর্তির নির্ধারিত ফি সঙ্গে নিতে বলা হয়েছে।