রংপুরে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ

রংপুর থেকে জয়নাল আবেদীন: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা লাগাতার অবরোধ ও হরতালে দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে বৃহস্পতিবার রংপুরে বিক্ষোভ মিছিল, মানবন্ধন এবং সমাবেশ করেছে সিটি কর্পোরেশনের ১৬ নস্বর ওয়ার্ডবাসী।

বেলা ১টায় নগরীর ধাপ এলাকা থেকে বিভিন্ন পেশা ও বয়সের মানুষ বিক্ষোভ মিছিলটি নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানবন্ধন এবং সমাবেশ করে।

anti hortal rangpur photo 4
অবরোধ ও হরতালের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল, মানবন্ধন এবং সমাবেশ

মানববন্ধন এবং সমাবেশ চলাকালে বক্তারা বলেন, আান্দোলনের নামে ২০ দলের সন্ত্রাসীরা দেশব্যাপী মানুষ হত্যা করে যাচ্ছে। হরতাল, আন্দোলনের কারণে মাধ্যমিক পরীক্ষার্থীদের  ভবিষ্যত অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে। বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনকে পরিস্থিতি মোকাবেলায় আরও কঠোর হওয়ার দাবি জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন,  সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদ নবী মুন্না, জাসদ নেতা আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের মহিলা নেত্রী লতিফা শওকত, এডভোকেট ইলিয়াছসহ এলাকার বিভিন্ন শ্রেণীর মানুষ ।