রাজশাহী থেকে কাজী শাহেদ: মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে, পুড়ছে মানুষ, জ্বলছে দেশ, রুখে দাঁড়াও বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে গণজাগরণ মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে নগরীর আলুপট্টি বঙ্গবন্ধু চত্বরে গণজাগরণ মঞ্চের অনুষ্ঠানে রাজশাহী খেলাঘর আসর নাটক ও গণসংগীত পরিবেশন করে।
এরপর দেশজুড়ে নাশকতা, বোমাবাজি ও অযৌক্তিক অবরোধ-হরতালের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। গণজাগরণ মঞ্চের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অনুষ্ঠানে অংশ নেয় খেলাঘর আসর রাজশাহী, ঘাতক দালাল নির্মূল কমিটি, মুক্তিযুদ্ধ পাঠাগার, উদীচী শিল্পী গোষ্ঠিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
খেলাঘর আসর রাজশাহীর সভাপতি অধ্যাপক ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক কামরুজ্জামান, এনামুল হক, কামার উল্লাহ সরকার প্রমুখ।