সহিংসতার বিরুদ্ধে জনমত গড়তে রাজশাহীতে মাঠে নেমেছে ১৪ দল

রাজশাহী কাজী শাহেদ: বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রচার শুরু করেছে ১৪ দল। নগরীর বিভিন্ন এলাকায় গিয়ে এসব সহিংসতার বিরুদ্ধে মানুষকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছেন ১৪ দলের নেতারা। এক মাসের বেশি সময় ধরে সহিংসতা চললেও এই প্রথম ১৪ দলের নেতাদের মাঠে দেখা গেল।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার জানান, বিএনপি ও জামায়াত-শিবিরের সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে তারা মানুষকে উদ্ধুদ্ধ করছেন। ওয়ার্ডে ওয়ার্ডে তারা প্রচার চালাচ্ছেন। এছাড়া ওয়ার্ড পর্যায়ে সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠনের কাজও করা হচ্ছে বলে জানান তিনি।

বুধবার নগরীর সিটি বাইপাস এলাকার বিভিন্ন পয়েন্টে গিয়ে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি। তিনি নাশকতাকারীদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, শুধু আইন-শৃঙ্খলা বাহিনী নয়, নাশকতা রুখতে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ কারণে তারা ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে জনসচেতনতা গড়ে তুলতে প্রচার চালাচ্ছেন। সহিংসতার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে প্রতিদিন সভা-সমাবেশ করার পরিকল্পনাও আছে ১৪ দলের।