নোয়াখালী থেকে জামাল হোসেন বিষাদ: দেশব্যাপী সন্ত্রাস-সহিংসতার বিরুদ্ধে নোয়াখালীতে মুক্তিযোদ্ধা সংসদ ও গণজাগরণ মঞ্চ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে জেলা শহরের প্রধান সড়কে দুই ঘন্টাব্যাপী চলা মানবন্ধন কর্মসুচিতে গণজাগরণ মঞ্চ ও মুক্তিযোদ্ধাদের সাথে সংহতি প্রকাশ করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সেক্টর কমান্ডার্স ফোরাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট, প্রগতি লেখক সংঘ, নোয়াখালী টাউন হল, দোকান কর্মচারী সমিতি, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ।
সমাবেশে বক্তব্য দেন নোয়াখালী নাগরিক কমিটির সভাপতি মিয়া মো. শাহজাহান, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের কমান্ডার মোজাম্মেল হক মিলন, জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাড. আজিজুল হক বকষি, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অ্যাড. কাজী মানছুরুল হক খসরু ।
বক্তারা হরতাল অবরোধের নামে সন্ত্রাস সহিংসতাকারীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।