ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান: হরতাল ও অবরোধের সমর্থনে ঝিনাইদহে খণ্ড খণ্ড মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠন। সকালে শহরের আরাপপুর ওভারব্রিজের সামনে থেকে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টুর নেতৃত্বে একটি মিছিল বের হয়ে জামতলা মোড়ে গিয়ে শেষ হয়। ওয়াজির আলী স্কুলের সামনে থেকে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহসান হাবির রণকের নেতৃত্বে আরেকটি মিছিল খাদ্য অফিসের সামনে গিয়ে শেষ হয়।
বুধবার সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ ঝিনাইদহ সড়ক পরিবহন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বিএনপির জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেনসহ বিএনপি ও জামায়াত-শিবিরের আট নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। নাশকতা সৃষ্টির প্রমাণ তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার আলতাফ হোসেন।