কিশোরগঞ্জ থেকে মোস্তফা কামাল : অষ্টগ্রামে পারিবারিক কলহের জের ধরে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। অষ্টগ্রাম থানার এসআই আব্দুর রাজ্জাক জানান, আব্দুল্লাহপুর গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী ফুলেছা বেগম (৪০) বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে স্বামীর বাড়িতেই বিষপানে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে শুক্রবার জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।