কিশোরগঞ্জ থেকে মোস্তফা কামাল : অষ্টগ্রামে এসএসসি পরীক্ষার্থী ছাত্রীকে উত্যক্ত করার অপরাধে কোচিং সেন্টারের এক শিক্ষককে ভ্রাম্যমান আদালত ৬ মাসের কারদণ্ড দিয়েছেন। এক এসএসসি পরীক্ষার্থীকে উত্যক্ত করার অভিযোগ এর পরপ্রিেক্ষিতে আলীনগরের সামছুদ্দিনের ছেলে কোচিং শিক্ষক বোরহান উদ্দিনকে (৩০) পুলিশ বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে।
অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোহসীন উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বোরহানকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন বলে নির্বাহী কর্মকর্তা এ প্রতিনিধিকে নিশ্চিত করেছেন।