কাউখালী থেকে রবিউল হাসান রবিন: পিরোজপুরের কাউখালী উপজেলার পূর্ব জোলাগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি গত মঙ্গলবার পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন শিক্ষকরা। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, কাউখালী উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার সকালে ঘন্টাব্যাপী কাউখালী শহরের উত্তর বাজারের স্টিমারঘাট সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা উদ্যোক্তাসহ দুই শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধন শেষে স্টিমারঘাট চত্বরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, সাধারণ সম্পাদক মো. হাবিবুল্লাহ ফকির, সাংগঠনিক সম্পাদক উমেশ চন্দ্র ঘরামী, শিক্ষা ও সামাজিক উদ্যোক্তা আব্দুল লতিফ খসরু, শিক্ষক লিটন কৃষ্ণ কর, আল-মামুন, সাহানা আক্তার, মঞ্জুয়ারা খানম প্রমুখ।
সামাবেশে বক্তারা নাশকতার আগুনে স্কুল পুড়িয়ে দেওয়ার তীব্র প্রতিবাদ জানিয়ে দুর্বৃত্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে অজ্ঞাত একদল দুর্বৃত্ত কাউখালী উপজেলার ৪১নম্বর দক্ষিণ-পূর্ব জোলাগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। আসবাবপত্র, বেঞ্চ, চেয়ার, টেবিল পুড়ে যাওয়ায় বর্তমানে ঐ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে।