বরিশালে মিনিবাস-ট্রাক সংঘর্ষে ছয় পুলিশ আহত

বরিশাল থেকে এম. মিরাজ হোসাইন: বরিশাল নগরীর কাশিপুর এলাকায় শুক্রবার বেলা ১১ টার দিকে মিনিবাসের সাথে ট্রাকের সংঘর্ষে জেলা পুলিশের ছয় সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতদের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা পুলিশ সুপার একেএম এহনাস উল্লাহ জানান, বাংলাদেশ ব্যাংকের টাকাবাহী একটি মিনিবাস বরিশাল থেকে শরিয়তপুরের উদ্দেশ্যে যাচ্ছিলো। নগরীর কাশিপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মুখে বালুবাহী একটি ট্রাকের সাথে মিনিবাসের সংঘর্ষ হয়। এতে পুলিশের ছয় সদস্য আহত হয়। পুলিশ ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।