লক্ষ্মীপুর থেকে বেলাল হোসেন জুয়েল: টানা অবরোধে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে লক্ষ্মীপুরের কমলনগরে শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় শুরু হয়ে শেষ হয় দুপুর ১২টায়। সকাল থেকে পরীক্ষা কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীদের সাথে আসা অভিভাবকদের ভীড় লক্ষ্য করা গেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবার কমলনগর উপজেলার ২৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় এক হাজার ৩৩৯ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ১২টি বিদ্যালয় থেকে ৮৩৭ জন এসএসসি ও ১৪টি মাদ্রাসা থেকে ৫০২জন দাখিল পরীক্ষার্থী রয়েছে। একটি দাখিল ও দুটি এসএসসি পরীক্ষা কেন্দ্রে ওইসব শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে।
পরীক্ষা চলাকালে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আওয়াল বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন।সুষ্ঠুভাবে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ পরীক্ষা সংশ্লিষ্ট সকলে সহযোগিতা করেছেন।