শেরপুরের নালিতাবাড়ীতে ইউনিয়ন জামায়াত আমির গ্রেফতার

শেরপুর থেকে হাকিম বাবুল: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা সাইদুর রহমানকে (৭৬) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। নাশকতার অভিযোগে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোরে নালিতাবাড়ীর রানীগাঁও গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। বিকেলে মুখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করলে আদালত তাঁকে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

শেরপুর গোয়েন্দা পুলিশের ওসি পরিদর্শক নজরুল ইসলাম জানান, তাঁর বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান তিনি।