কিশোরগঞ্জ থেকে মোস্তফা কামাল: কিশোরগঞ্জে শ্রবণ প্রতিবন্ধীদের জন্য ‘বাংলা ভাষা ইশারা দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে জেলা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়। এরপর সরকারি বালিকা শিশু সদনে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সামছুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, দৈনিক শতাব্দীর কন্ঠের সম্পাদক আহমেদ উল্লাহ, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা হুমায়ুন কবীর, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষক মো. মোহসীন, সুইড প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষিকা রেজোয়ানা চৌধুরী প্রমুখ।
বর্তমান সরকার প্রতিবন্ধী বা অটিস্টিক শিশুদের জন্য ইতিবাচক পদক্ষেপ নেওয়ায় অভিনন্দন জানিয়ে বক্তাগণ বলেন, প্রতিবন্ধী শিশুদেরও অনেক বিরল মেধা বা প্রতিভা থাকে। সেই সুপ্ত প্রতিভাকে পৃষ্ঠপোষকতা করতে পারলে এসব শিশুও সমাজ ও দেশকে অনেক কিছু দিতে পারে। অনেক তথাকথিত সুস্থ মানুষকেও প্রতিবন্ধীরা অনেক ক্ষেত্রে ছাড়িয়ে যেতে পারে বলে বক্তাগণ মন্তব্য করেন। উদাহরণ হিসেবে বক্তাগণ বিশ্ববরেণ্য বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের দৃষ্টান্ত তুলে ধরেন। কাজেই প্রতিবন্ধী শিশু পরিবার বা সমাজের বোঝা নয় বলেও বক্তবগণ মন্তব্য করেন।