রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহীর চারঘাট উপজেলা থেকে একটি গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। প্রাণীটি ধরে উপজেলার প্রশাসনের মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদফতরে দিয়েছেন স্থানীয়রা। শনিবার সকালে চারঘাট উপজেলার মোক্তারপুর গ্রাম থকে গন্ধগোকুলটি উদ্ধার করা হয়েছে।
চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন জানান, মোক্তারপুর গ্রামের একজন নারী প্রথমে গন্ধগোকুলটিকে দেখতে পেয়ে ভয়ে বাঘ, বাঘ বলে চিৎকার দেন। স্থানীয়রা ছুটে গেলে গন্ধগোকুলটি নিজেকে বাঁচতে পাশের একটি বাড়ির খড়ির ঘরে লুকোয়। পরে স্থানীয়রা খড়ি ঘর থেকে গন্ধগোকুলটি ধরে ফেলে। এ সময় তার আঁচড়ে সবুজ নামের এক যুবক আহত হন। গন্ধগোকুলটি ধরার পরে স্থানীয়রা খাঁচায় বন্দী করে তার কাছে নিয়ে যান। তিনি প্রাণীসম্পদ কার্যালয়ে খবর দেন।