দিনাজপুর থেকে রতন সিং: দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। শনিবার সকাল ১০টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, স্বাস্থ্য সেবায় দেশ অনেক দূর এগিয়ে গেছে। এজন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের প্রশংসা করছে। স্বাস্থ্য সেবার উন্নয়নের ফলে মা ও শিশু মৃত্যুর হার অনেক কমিয়ে আসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হয়েছেন।
বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম হুইপ ইকবালুর রহিমের মোবাইল ফোনের মাধ্যমে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সর্বাধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার ঘোষণা দেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৫০০ শয্যার দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সব সুবিধা নিশ্চিত করা হবে।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. তরুণ কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. কামরুল আহসান, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. ছিদ্দিুকুর রহমান, বিএমএ দিনাজপুর শাখার সাধারণ সম্পাদক ডা. গোপীনাথ বসাক। দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইমদাদ সরকার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, শহর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু প্রমুখ।
ইকবালুর রহিম ইউনিটে ভর্তি হওয়া দুজন রোগীর চিকিৎসার খোঁজ-খবর নেন। বার্ন ইউনিটে সহকারী অধ্যাপক ডা. পার্থ সারথিসহ ১০ সদস্যের একটি দল কাজ করবে।