সেমিফাইনালে থাইল্যান্ডকে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনালে উঠে গেল বাংলাদেশ। শুক্রবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ৪০ মিনিটে ডিফেন্ডার নাসিরের এনে দেওয়া গোল ধরে রেখে থাইল্যান্ডের সঙ্গে সেমিফাইনালে ১-০ গোলে জয়ী হয় বাংলাদেশ। আগামীকাল রবিবার স্বপ্নের ফাইনালে বাংলাদেশ লড়বে মালয়েশিয়ার বিপেক্ষ।
গ্যালারিভর্তি দর্শকের সামনে দাপটের সাথে খেলেই বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনালের টিকেট পেল বাংলাদেশ জাতীয় দল। জয়ের নায়ক নাসির অধিনায়ক মামুনুলের বাঁ পায়ের এক কর্নারের বল পায়ের টোকায় জালে পাঠিয়ে জয় নিশ্চিত করেন। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এ জয়ের জন্য দলকে দেবেন ৫০ লাখ টাকা এবং শিরোপা জিতলে দিবেন আরও ৫০ লাখ।