বিএনপি শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করতে চায়: বরিশালে শিল্পমন্ত্রী

বরিশাল থেকে এম. মিরাজ হোসাইন: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বিএনপি-জামায়াত এদেশের শিল্পপ্রতিষ্ঠানকে ধ্বংস করতে মরিয়া হয়ে উঠেছে। তারই ধারাবাহিকতায় হরতাল ও অবরোধের নামে তারা নাশকতা শুরু করেছে। মানুষ পুড়িয়ে ও শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে এদেশে কেউ ক্ষমতায় আসতে পারবে না। তাই দেশের জনগণই আজ নাশকতাকারীদের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে।

শুক্রবার বিকেলে বরিশালের রূপাতলীতে অলিম্পিক সিমেন্ট লিমিটেডের তৃতীয় ইউনিট ও এ্যাংকর সিমেন্ট আপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরো বলেন, শিল্পপ্রতিষ্ঠান শুধু ব্যবসা বা মুনাফা অর্জনের জন্যই নয়, এর পেছনে অবশ্যই সামাজিক মূল্যবোধ ও জনগণের কাছে দায়বদ্ধতা রয়েছে। তাই শিল্প উদ্যোক্তাদের সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে ভেজাল ও নকল পণ্য উৎপাদন থেকে বিরত থাকার জন্যও মন্ত্রী আহবান করেন।

খান সন্স গ্রুপের চেয়ারম্যান একেএম আজিজুর রহমান খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, আধুনিক ও পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকা স্বত্বেও ঢাকার বাইরের মফস্বল এলাকা বরিশালে খান সন্স গ্রুপ যেভাবে উত্তরোত্তর সফলতা পাচ্ছে, তাতে আগামী দিনে শিল্প উদ্যোক্তারা তাদের বিভিন্ন কারখানা তৈরি করতে মফস্বলের দিকে ফিরে আসবে। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে যা যা করণীয় তার সবকিছুই করা হবে। ভোলার গ্যাসের সুবিধা যাতে বরিশালবাসী পেতে পারে সে বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলেও মন্ত্রী উল্লেখ করেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেঘনা ব্যাংকের চেয়ারম্যান আশিকুর রহমান এমপি, এ্যাডভোকেট তালুকদার মো. ইফনুস এমপি, জেবুন্নেছা আফরোজ এমপি, খান সন্সের পরিচালক আলিকা রহমান প্রমুখ। দিনব্যাপী অনুষ্ঠান শেষে ঢাকা থেকে আগত দেশের খ্যাতনামা শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।