সারাদেশে সহিংসতার প্রতিবাদে বিএমএ’র মানববন্ধন ও র‍্যালি

রাজশাহী থেকে কাজী শাহেদ: দেশজুড়ে চলমান সহিংসতা বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও জাসদ। শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের সামনে বিএমএ ও নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট জাসদ এ কর্মসূচি পালন করে।

বিএমএ’র মানববন্ধনে বক্তব্য রাখেন বিএমএ কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. তবিবুর রহমান শেখ, রাজশাহী বিএমএ সভাপতি এস.আর তরফদার ও রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ আবু রায়হান খন্দকার।

জাসদের মানববন্ধনে বক্তব্য দেন রাজশাহী মহানগর সভাপতি প্রদীপ মৃধা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ শিবলী।

বাগেরহাটে বিশাল মানববন্ধন ও র‌্যালি
বাগেরহাট থেকে বাবুল সরদার: “রুখ সন্ত্রাস-বাঁচাও দেশ” পেট্রল বোমায় সাধারণ মানুষ পুড়িয়ে মারা বন্ধ কর,’ এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে বিএমএ’র উদ্যোগে বিশাল মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টায় বাগেরহাট সদর হাসপাতাল থেকে র‌্যালি শুরু হয়ে প্রধান সড়কের মুনগঞ্জে ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে সকল চিকিৎসক, নার্স, ম্যাটসের শিক্ষার্থীরাসহ সর্বস্তরের জনতা অংশগ্রহণ করে।

BAGERHAT PHOTO 2 (07.02.2015)
বাগেরহাটে মানববন্ধন

একই সময়ে বাগেরহাটের ৯ উপজেলায় অনুরূপ মানববন্ধন পালিত হয়। মানববন্ধনে বক্তৃতা করেন, বাগেরহাট বিএমএ’র সভাপতি ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা: মোজাম্মেল হোসেন এমপি, প্রাণী সম্পদ ও মৎস্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি, বিএমএ’র সাধারণ সম্পাদক ডা: আব্দুল মতিন আকন প্রমুখ। বক্তরা বিএনপি ও জামায়াত-শিবিরের দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকা- পরিহার করার দাবি জানান।

রংপুরে বিএমএ’র মানববন্ধন ও সমাবেশ  

রংপুর থেকে জয়নাল আবেদীন: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা লাগাতার অবরোধ হরতালে  দেশব্যাপী  নৈরাজ্যের প্রতিবাদে শনিবার রংপুরে  মানবন্ধন এবং সমাবেশ করেছে  চিকিৎসক, ছাত্র শিক্ষক বিভিন্ন ছাত্রসংগঠনসহ সমাজের বিভিন্নস্তরের মানুষ।

RANGPUR DOCTOR MANOB BANDON PHOTO 00
রংপুরে মানবন্ধন এবং সমাবেশ করেছে চিকিৎসক, ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন ছাত্রসংগঠন

বেলা ১১টায় রংপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে  বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, অন্দোলনের নামে ২০ দলের সন্ত্রাসীরা দেশব্যাপী মানুষ হত্যা করে যাচ্ছে। অবৈধ হরতালে আন্দোলনের কারণে মাধ্যমিক পরীক্ষার্থীদের  সকল প্রস্তুতির পরও তাদের ভবিষ্যত অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে। বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনকে পরিস্থিতি মোকাবেলায় আরো কঠোর হওয়ার দাবি  জানান। বক্তব্য দেন রংপুর সিভিল সার্জন ডা: মোজাম্মল হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা: এমএ মজিদ, বিএমএ সম্পাদক  ডা: অনিমেশ মজুমদার,  ডা: জামাল উদ্দিন মিন্টু, ছাত্রলীগ জেলা সভাপতি  মেহেদী হাসান  রনি  রমেক  ইন্টার্নি চিকিৎসক পরিষদ সভাপতি ডা: এম এইচ সুমন প্রধান ।

নোয়াখালীতে ১২টি স্থানে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন করেছে বিএমএ

নোয়াখালী থেকে জামাল হোসেন বিষাদ: নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, নোয়াখালী প্রেসক্লাব ও ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সহ একযোগে ১২টি স্থানে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন করেছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন।

Noakhali Pic-1(07.02.15)
নোয়াখালীতে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন করেছে বিএমএ

নোয়াখালী প্রেসক্লাবের সামনে বিএমএ সভাপতি ডা. এম এ নোমানের সভাপতিত্বে বেলা সাড়ে এগারটা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা এমরান মো. আলী, নাগরিক কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মিয়া মো. শাহজাহান, ঘাতক দালাল নির্মূল কমিটির আহবায়ক এডভোকেট কাজী মানছুরুল হক খসরু, বিএমএর সাধারণ সম্পাদক ডা. আবদুস সাত্তার ফরায়েজী।

ঘন্টাব্যাপী এই মানবন্ধনে সংহতি প্রকাশ করে বাসদ, সিপিবিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা দেশব্যাপী সন্ত্রাস-সহিংসতা-মানুষ পুড়িয়ে মারার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

সহিংসতার প্রতিবাদে কমলনগরে স্বাস্থ্যবিভাগের মানববন্ধন

লক্ষ্মীপুর থেকে বেলাল হোসেন জুয়েল: হরতাল-অবরোধের নামে সন্ত্রাসী কর্মকা- ও পেট্রোলবোমা দিয়ে পুড়িয়ে মানুষ খুনের প্রতিবাদে লক্ষ্মীপুরের কমলনগরে মানববন্ধন করেছেন উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে শনিবার দুপুর সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

PIC-07-02-15
কমলনগরে উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের মানববন্ধন

মানবন্ধনে উপজেরা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নিজাম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. রেজাউল করিম, ডা. মুশফিকুর রহমান, ডা. নার্গিস পারভীন, পরিসংখ্যানবিদ জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সহিদ উদ্দিন ও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার কামরুল আহসান ফেরদাউসসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।