শেরপুর শাহীন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেরপুর থেকে হাকিম বাবুল: ঐতিহ্যবাহী শাহীন স্কুল অ্যান্ড কলেজের শেরপুর শাখার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন শাহীন শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা মো. মাসুদুজ্জামান শাহীন।

Sherpur pic-1
প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি হুইপ আতিউর রহমান আতিক। এসময় অন্যান্যের মাঝে সদর ইউএনও হাবিবুর রহমান উপজেলা ভাইস চেয়ারম্যান বায়োযিদ হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক প্রমূখ উপস্থিত ছিলেন। বার্র্ষিক এ ক্রীড়া প্রতিযোগিতায় ৪৪টি ইভেন্টে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে আমন্ত্রিত অতিথিদের ও অভিভাবকদের মধ্যে এক আকর্ষণীয় র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।