সম্মিলিত বরিশালবাসীর শান্তি সমাবেশ ও মিছিল

বরিশাল থেকে এম.মিরাজ হোসাইন: দেশের চলমান সহিংসতায় বাংলাদেশ জেগে ওঠার প্রত্যয় নিয়ে বরিশালে শান্তি সমাবেশ ও মিছিল করেছে সম্মিলিত বরিশালবাসী। শনিবার সকাল দশটায় বীরশ্রেষ্ঠ্য ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে ঘন্টাব্যাপী মানবন্ধন শেষে বের হওয়া শান্তি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Barisal news, file-2 Gathering for peace-07.02.15-2
চলমান সহিংসতায় বাংলাদেশ জেগে ওঠার প্রত্যয় নিয়ে বরিশালে শান্তি সমাবেশ ও মিছিল

এখানে সভাপতির বক্তব্যে দেওয়ান ফকরুল আলম বলেন, দেশ যখন উন্নয়নের পথে যাচ্ছিল এবং শান্তি বিরাজ করছিল ঠিক সেই সময়ে বিশেষ মহলের অসৎ উদ্দেশ্য মানুষ পুড়িয়ে হত্যা করা হচ্ছে। এমন কর্মকা- একাত্তরের স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীনতা বিরোধীরা করেছিল। এসময় তিনি দেশবিরোধী এসব কর্মসূচি প্রত্যাহার করে বেগম খালেদা জিয়াকে জনমুখী কর্মসূচি দেওয়ার আহবান করেন।
এসময় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার এমজি কমিবর ভুলু, স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. আ. ওহাব, মহিলা পরিষদের সভানেত্রী রাবেয়া খাতুন, খেলাঘরের সভাপতি জীবন কৃষ্ণ দে, বিএনডিএনর সভাপতি আনোয়ার জাহিদসহ বিভিন্ন সমাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।