হরতালের কারণে পরীক্ষা আবারও পেছালো

হরতালের কারণে এসএসসি ও সমমানের পরীক্ষা আবারও পেছানো হয়েছে। আগামীকাল রোববার থেকে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট ৭২ ঘণ্টা হরতাল ডেকেছে। চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শনিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময়সূচি ঘোষণা করেন।

পরিবর্তিত সূচি অনুযায়ী, আগামীকাল ৮ ফেব্রুয়ারির (রোববার) ইংরেজি প্রথম পত্রের (আবশ্যিক) পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। আর ১০ ফেব্রুয়ারির (মঙ্গলবার) ইংরেজি দ্বিতীয় পত্রের (আবশ্যিক) পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত।

পরীক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের জানান।