কলকাতা-ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে পেট্রোলবোমা হামলা

ঈশ্বরদী (পাবনা) থেকে স্বপন কুমার কুন্ডু: ঈশ্বরদী স্টেশন এর কাছে কলকাতা-ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে পেট্রোলবোমা হামলা করেছে দুর্বৃত্তরা। দুপুর ২টা ৫৩ মিনিটে এই ঘটনা ঘটে। তিনটি পেট্রোলবোমা ইঞ্জিন লক্ষ্য করে ছোড়া হয়। এতে একজন ট্রেনচালক আহত হন।

হামলার সাথে সাথে ট্রেনটি ইয়ার্ড এলাকাতেই থামিয়ে দেওয়া হয়। এই খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ সেখানে ছুটে আসেন। ট্রেনের চালক মিজানুর রহমান জানান, ঈশ্বরদী স্টেশন থেকে ট্রেনটি ছাড়ার কিছুক্ষণ পর ২:৫৩ মিনিটে ইয়ার্ড এলাকায় ইঞ্জিন লক্ষ্য করে কয়েকজন দুর্বৃত্ত তিনটি পেট্রোলবোমা  নিক্ষেপ করে। এ সময় ইঞ্জিনের জানালা বন্ধ থাকায় সেগুলো ছিটকে বাইরে চলে যায়। ফুয়েল ট্যাংকের কাছে একটি বিস্ফোরিত হলেও তেমন ক্ষতি হয়নি। পেট্রোলের আগুন দাউ দাউ করে জ্বলে উঠলে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে তা সাথে সাথে নিভিয়ে ফেলা হয়।

এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

ishwardi-1
কলকাতা-ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে পেট্রোলবোমা হামলা

ishwardi-2

মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি কলকাতার শিয়ালদহ স্টেশন হতে ছেড়ে আসার পর প্রথমে দর্শনাতে কাস্টমস চেকিং হয়। পরে দর্শনা হতে ছেড়ে এসে পানি নেওয়ার জন্য ঈশ্বরদী স্টেশনে যাত্রা বিরতি করে। মৈত্রি এক্সপ্রেস ঈশ্বরদী ষ্টেশনে যাত্রা বিরতি শেষে ঢাকার উদ্দেশ্যে ছাড়ার পরই পেট্রোল বোমা হামলার শিকার হয়।

এ ব্যাপারে রেলওয়ের পাকশী বিভাগীয় মেক্যানিকাল ইঞ্জিনিয়ার জানান, ইঞ্জিনের তেমন ক্ষতি হয়নি। তিনি আরও বলেন, ইঞ্জিন বদল করে আবার ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে প্রায় দেড় ঘন্টা পর ছেড়ে যায়।

ঈশ্বরদী রেল ইয়ার্ড এলাকায় রেল পুলিশ, রেল নিরাপত্তা বাহিনী এবং আনসার বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করলেও এ ধরনের অনাকাঙ্খিত ঘটনা কীভাবে ঘটলো এ বিষয়টি নিয়ে উপস্থিত জনতার সামনে নিরাপত্তা কর্মকর্তারা বিভিন্ন প্রশ্নের সম্মুখিন হন।